নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২ নভেম্বর, ২০২৫ ১১:৫৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৬ বার
লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩ এর উদ্যোগে প্রেসিডেন্ট, সেক্রেটারী এবং ট্রেজারার (পিএসটি) ট্রেনিং–২০২৫ গতকাল শুক্রবার (২২ নভেম্বর ২০২৫) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন (বিএলএফ) ভবনে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এ প্রশিক্ষণ কর্মশালায় ডিস্ট্রিক্টের অন্তর্গত ৪৭টি ক্লাবের পিএসটি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ইনস্টলিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট গভর্ণর ২০২৫–২০২৬ লায়ন মাসুদুজ্জামান মাসুম। প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন মাল্টিপল ডিস্ট্রিক্ট সেক্রেটারী–৩১৫, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের ডিরেক্টর ও অনুষ্ঠানের ট্রেইনার লায়ন মোঃ রমজান খান এমজেএফ।
প্রশিক্ষণ সেশন শেষে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির অ্যাডভাইজার আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফকে পিএসটি ট্রেনিং সার্টিফিকেট প্রদান করেন লায়ন মোঃ রমজান খান এমজেএফ। এ সময় উপস্থিত ছিলেন ট্রেনিং সেমিনার চেয়ারপার্সন ডিস্ট্রিক্ট ৩১৫ এ-২ এর লায়ন খাদিজা বিনতে মনির তিয়াসা।
আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অংশগ্রহণকারী নেতৃবৃন্দের মাঝে উৎসবমুখর আবহ বিরাজ করে। প্রশিক্ষণের সমাপনী বক্তব্যে ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন মাসুদুজ্জামান মাসুম সকল সভাপতি, সেক্রেটারী ও ট্রেজারারকে ধন্যবাদ জানিয়ে বলেন, “প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে প্রয়োগ করতে হবে। সেবার মাধ্যমে নিজেদের আরও বেশি দায়িত্বশীল ও মানবিক হয়ে ওঠাই আমাদের লক্ষ্য।”