ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ককটেল বিস্ফোরণে যুবক নিহত

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৫ ২০:৫২ অপরাহ্ন | দেখা হয়েছে ৭৫ বার


ককটেল বিস্ফোরণে যুবক নিহত

রাজধানীর মগবাজারে ফ্লাইওভার থেকে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরিত হয়ে ২১ বছরের এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হাতিরঝিল থানাধীন নিউ ইস্কাটন এজি চার্চ গির্জা সংলগ্ন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গেটের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

জানা যায়, মগবাজার ফ্লাইওভার থেকে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা ককটেল নিক্ষেপ করলে তা নিচে থাকা ওই যুবকের মাথায় পড়ে বিস্ফোরিত হয়। এতে তার মাথার ঘিলু বেরিয়ে যায় এবং তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

 

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুর্তজা জানান, নিহত তরুণের নাম সিয়াম মজুমদার (২১), তিনি একটি ডেকোরেটর দোকানের কর্মচারী।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তার মাথায় আঘাত আছে।

 


   আরও সংবাদ