ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৬ ডিসেম্বর, ২০২৫ ০৯:৫২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪৬ বার
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন’ উপলক্ষে অনুষ্ঠিত বৃহৎ জনসমাবেশের পর সৃষ্ট বর্জ্য অপসারণে আগামীকাল (শুক্রবার) সকালে স্বেচ্ছা কার্যক্রম হিসেবে পরিচ্ছন্নতা অভিযান চালাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ড. মওদুদ হোসেন আলমগীর পাভেল আজ গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে পরিচালিত এ পরিচ্ছন্নতা অভিযান রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফুট সড়ক), এয়ারপোর্ট রোড এবং আশপাশের এলাকায় চালানো হবে। তারেক রহমানকে স্বাগত জানাতে এসব এলাকায় আজ বিপুলসংখ্যক মানুষ সমবেত হন।
অধ্যাপক পাভেল জানান, ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা সেচ্ছাসেবী হিসেবে এ পরিচ্ছন্নতা কার্যক্রম চালাবে। এ কার্যক্রম এলাকাগুলোতে পরিচ্ছন্নতা ফিরিয়ে আনা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে সহায়ক হবে।
তিনি বলেন, জনস্বার্থে ও নাগরিক দায়িত্ববোধ থেকে বিএনপির নেতাকর্মীরা এ স্বেচ্ছায় এ কর্মসূচিতে অংশ নিচ্ছেন।