ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০২৫ ০৯:২১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৬৫ বার
চাঁদপুরের মেঘনা নদীতে মাঝরাতে ২ যাত্রীবাহী লঞ্চের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহতের ঘটনায় সংশ্লিষ্ট ২ লঞ্চের রুট পারমিট বাতিল করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। একই সঙ্গে ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।
বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা জানান, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে চাঁদপুরের হাইমচর ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে সংঘর্ষের পর এমভি জাকির সম্রাট-৩ এবং এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে। এ ঘটনায় মেরিন কোর্টে মামলা করা হবে।
ঘটনার পর ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি জব্দ করেছে নৌ-পুলিশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে লঞ্চটি ঝালকাঠি লঞ্চ টার্মিনালে নোঙর করলে বরিশাল নৌ-পুলিশ ও ঝালকাঠি থানা-পুলিশ যৌথভাবে সেটি জব্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বরিশাল নৌ-পুলিশের পুলিশ সুপার এস এম নাজমুল হক বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই লঞ্চটির অবস্থান শনাক্ত করা হয়।
ঝালকাঠিতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই লঞ্চটি জব্দ করা হয়।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ মাহমুদ জানান, লঞ্চটি নোঙর করার পর সারেং, সুকানি, সুপারভাইজার ও ইঞ্জিনচালক পালিয়ে যান। পরে চারজন কেবিন বয়কে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহাগ রানা বলেন, সংঘর্ষে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।
অপরদিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় অর্ধনিমজ্জিত বালুবাহী বাল্কহেডে আটকে থাকা ২ শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে তাদের লাশ উদ্ধার করে নৌ-পুলিশ।
নিহত দুজন হলেন- পটুয়াখালীর দুমকি উপজেলার শাকিল আহমেদ (২৪) ও ঝালকাঠির রাজাপুর এলাকার মোহাম্মদ হাসান (২০)। তারা দুজনই বাল্কহেডের লস্কর ছিলেন।
নৌ-পুলিশ জানিয়েছে, এ ঘটনার পর সুন্দরবন-১৬ লঞ্চটি সিল করা হয়েছে।
চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত লঞ্চটি বন্ধ থাকবে। একই সঙ্গে লঞ্চটির স্টাফদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।