ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পাবনা-৫ আসনে দাঁড়িপাল্লার মনোনয়ন জমা দিলেন প্রিন্সিপাল ইকবাল হুসাইন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২৫ ১০:১৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৭১ বার


পাবনা-৫ আসনে দাঁড়িপাল্লার মনোনয়ন জমা দিলেন প্রিন্সিপাল ইকবাল হুসাইন

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে সবার দায়িত্বশীল ভূমিকার আহ্বান

 

মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ

 আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে পাবনা-৫ (সদর উপজেলা) আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হুসাইন। তিনি জামায়াতে ইসলামীর পাবনা জেলা শাখার নায়েবে আমীর হিসেবেও দায়িত্ব পালন করছেন।

 

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফার হাতে তিনি আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন জমা প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রিন্সিপাল ইকবাল হুসাইন বলেন,

“দেশের মানুষ দীর্ঘদিন ধরে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অপেক্ষা করছে। আমরা আশাবাদী—এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রকৃত ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগ করার সুযোগ পাবে।”

 

তিনি আরও বলেন,“দুঃখজনক হলেও সত্য, একটি স্বার্থান্বেষী চক্র নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব অপচেষ্টা প্রতিহত করে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে প্রশাসন, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

 

নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সহনশীল পরিবেশে আমাদের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে চাই। জনগণের রায়ের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরপেক্ষতা বজায় রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।”

 

তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, “পাবনা-৫ আসনের জনগণ ন্যায়, ইনসাফ ও কল্যাণের পক্ষে রায় দেবেন। আমরা মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের অধিকার ও ভবিষ্যৎ বাংলাদেশের কথা তুলে ধরব।”

 

এ সময় মনোনয়ন জমাদানকালে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, এসিস্ট্যান্ট সেক্রেটারি ও পাবনা-৫ নির্বাচনী আসনের পরিচালক আবু সালেহ মুহাম্মদ আব্দুল্লাহ, পৌর আমীর উপাধ্যক্ষ আব্দুল লতিফ, সাবেক সদস্য মাওলানা আব্দুস সুবহানের পুত্র আমিরুল ইসলাম পাবনা, আশরাফুল আলম হেলাল, ইকরামুল হক, জুলাই আন্দোলনের শহীদের পিতা দুলাল উদ্দিন, আবুল কালাম আজাদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাবনা শহর শাখার সভাপতি গোলাম রহমান, সাবেক সভাপতি ফিরোজ হোসেন, জেলা সেক্রেটারি রাকিবুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাবনা জেলা সমন্বয়ক বরকতুল্লাহ ফাহাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 


   আরও সংবাদ