ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

জাতীয় পতাকায় মোড়ানো অ্যাম্বুলেন্সে ফিরোজার পথে বেগম খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৩১ ডিসেম্বর, ২০২৫ ১০:০৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৬ বার


জাতীয় পতাকায় মোড়ানো অ্যাম্বুলেন্সে ফিরোজার পথে বেগম খালেদা জিয়া

জাতীয় পতাকায় মোড়ানো অ্যাম্বুলেন্সে করে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় নেওয়া হচ্ছে। পরিবারের সদস্য, দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের অশ্রুসিক্ত বিদায়ের মধ্য দিয়ে তার শেষযাত্রার এই পর্ব শুরু হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) সকালে এভারকেয়ার হাসপাতাল প্রাঙ্গণ থেকে অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ নিয়ে ফিরোজার উদ্দেশে রওনা দেওয়া হয়। এসময় হাসপাতাল চত্বরে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ভিড় করেন।

 

ফিরোজায় পৌঁছানোর পর সেখানে বেগম খালেদা জিয়ার মরদেহ কিছু সময়ের জন্য রাখা হবে, যেখানে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা শেষ বিদায় জানাবেন। এরপর নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তার মরদেহ জানাজার জন্য রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রী।

তার মৃত্যুতে দেশে-বিদেশে শোকের ছায়া নেমে এসেছে।

 


   আরও সংবাদ