ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আজ খালেদা জিয়ার শেষযাত্রা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৩১ ডিসেম্বর, ২০২৫ ১০:০৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৪ বার


আজ খালেদা জিয়ার শেষযাত্রা

ঢাকা: বুধবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশের ইতিহাসের এক চিরস্মরণীয় ও বিষাদময় দিন। আজ শেষ বিদায় নিচ্ছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

দীর্ঘ চার দশকের বর্ণাঢ্য রাজনৈতিক পথচলা শেষে আজ তিনি চিরনিদ্রায় শায়িত হবেন তার জীবনসঙ্গী ও রাজনৈতিক আদর্শের উৎস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে।

রাজধানী ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ ও শেরে বাংলা নগর এলাকায় আজ লাখো মানুষের অশ্রুসজল উপস্থিতিতে সম্পন্ন হবে এই ‘আপসহীন’ নেত্রীর শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা।

 

সকাল ৯টার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার মরদেহ নেওয়া হবে তার গুলশানের দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’য়। সেখানে শেষবারের মতো তাকে দেখবেন পরিবারের সদস্য ও নিকটজনেরা। এরপর জানাজার জন্য মরদেহ নিয়ে যাওয়া হবে মানিক মিয়া অ্যাভিনিউতে। পূর্বনির্ধারিত জাতীয় সংসদের পশ্চিম প্রান্তে তার জানাজা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাদ জোহর এই জানাজা অনুষ্ঠিত হবে।

 

জানাজা শেষে বিকেল সাড়ে ৩টায় রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন হবে। রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশেই তার কবর খনন করা হয়েছে। দাফন শেষে পূর্ণ রাষ্ট্রীয় সম্মান ও প্রটোকল মেনে তাকে সমাহিত করা হবে।

 

জিয়ার জানাজা ও দাফন কার্যক্রম নির্বিঘ্ন এবং মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রাজধানীর শেরে বাংলা নগর ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকাকে তিনটি আলাদা নিরাপত্তা জোনে ভাগ করা হয়েছে। জানাজা ও দাফনস্থলকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে।

খালেদা জিয়ার শেষযাত্রায় শরিক হতে উপস্থিত থাকবেন তার পরিবারের সদস্যরা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এবং সরকারের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা। এ ছাড়াও বিদেশি মেহমান, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং বাংলাদেশ বিএনপির জ্যেষ্ঠ নেতারা এই বিদায় অনুষ্ঠানে অংশ নেবেন।

 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া। তার মৃত্যুতে পুরো বাংলাদেশে শোকের ছায়া নেমে এসেছে।


   আরও সংবাদ