ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

নিয়োগ পরীক্ষা পেছানো হচ্ছে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৩১ ডিসেম্বর, ২০২৫ ১৫:৩৮ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৮ বার


নিয়োগ পরীক্ষা পেছানো হচ্ছে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা পেছানো হচ্ছে। 

আগামী ২ জানুয়ারি সকাল ১০টা সাড়ে ১১টা পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ২ জানুয়ারি অনুষ্ঠেয় পরীক্ষা পেছানো হচ্ছে। খুব শিগগিরই সম্ভাব্য তারিখ জানিয়ে দেওয়া হবে।

 

 

গত ৫ নভেম্বর প্রথম ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রথম ধাপে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের এবং দ্বিতীয় ধাপে ১২ নভেম্বর ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

প্রথম ধাপে ১০ হাজার ২১৯টি শূন্য পদের বিপরীতে মোট আবেদন করেছেন সাত লাখ ৪৫ হাজার ৯২৯ জন। দ্বিতীয় ধাপে চার হাজার ১৬৬টি শূন্য পদের বিপরীতে আবেদন করেছেন তিন লাখ ৩৪ হাজার ১৫১ জন চাকরি প্রার্থী।

 


   আরও সংবাদ