ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৩১ ডিসেম্বর, ২০২৫ ১৫:৪০ অপরাহ্ন | দেখা হয়েছে ৪৫ বার
ঢাকা: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় গুলশানে বড় ছেলে তারেক রহমানের বাসভবনে নেওয়া হয়েছে।
এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বড় ছেলে তারেক রহমানকে মায়ের কফিনবাহী গাড়ির পাশে বসে মায়ের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পড়তে দেখা যায়। তিনি কোরান তেলাওয়াত করছিলেন।
বুধবার (৩১ ডিসেম্বর) সকালে এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহ ফিরোজায় আনা হলে পরিবারের সদস্য, দলের শীর্ষ নেতারা এবং ঘনিষ্ঠজনরা সেখানে উপস্থিত ছিলেন।
এসময় নীরবে বসে কোরান তেলাওয়াতে মগ্ন ছিলেন তারেক রহমান।
দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, কারাবরণ ও নির্বাসনের কষ্ট পেরিয়ে মায়ের সঙ্গে কাটানো স্মৃতির ভার যেন মুহূর্তটিকে আরও ভারী করে তুলেছিল। তারেক রহমানের শান্ত কিন্তু বিষণ্ন মুখাবয়বে স্পষ্ট হয়ে ওঠে এক জীবনের অভিভাবক হারানোর বেদনা।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টা ১৬ মিনিটে খালেদা জিয়ার মরদেহ গুলশান-২ এর নর্থ অ্যাভিনিউয়ে অবস্থিত ১৯৬ নম্বর বাসভবনে প্রবেশ করে।
প্রাথমিকভাবে কথা ছিল তার মরদেহ প্রথমে গুলশানে তার দীর্ঘদিনের বাসভবন ফিরোজায় নেওয়া হবে। কিন্তু পরে তার মরদেহবাহী গাড়িটি তারেক রহমানের গুলশানের ১৯৬ নম্বর বাসায় নেওয়া হয়।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।