ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৪ জানুয়ারী, ২০২৬ ০৯:৫২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৩ বার
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে আত্ন-অনুসন্ধান অনুষ্ঠান ও শীতবস্তু হিসেবে কম্বল বিতরন করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রশান্ত চক্রবর্তী সুবিধা ভোগীদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেন।
”প্রযুক্তি ও সমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়" প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় প্রতিবন্ধী শিশুর জন্ম রোধে গর্ভবতী মায়ের যত্ন ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত, দরিদ্র ও অসহায় রুগীদের কিডনি, ক্যান্সার ও ভভ্যাকসিন প্রদান।
এছাড়াও বাল্য বিবাহের উপর সচেতনতা বৃদ্ধি, মাদক নিয়ন্ত্রণ, শিশু শ্রম বন্ধ ও ভাতাভেগীরা যেনো কোন চক্রের দ্বারা প্রভাবিত না হয়ে লিংক বা ওটিপিতে টাচ বা ক্লিক না করেন তার অনুরোধ জানিয়ে উপজেলা সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন কর্ম পরিকল্পনা তুলে ধরা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আশীষ কুমার সরকার, উপজেলা সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মনছুর আলী, বীর মুক্তিযোদ্ধা প্রতিনিধিসহ তালিকাভুক্ত সুবিধা ভোগীরা।