ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৪ জানুয়ারী, ২০২৬ ০৯:৫৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩১ বার
মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ
পাবনার ঐতিহ্যবাহী সেন্ট্রাল গার্লস হাইস্কুলের শতবর্ষ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য উৎসব ও প্রাক্তন ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
শতবর্ষ উৎসবের সূচনা হয় শিক্ষার্থীদের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে। র্যালিটি পাবনার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, যা শহরজুড়ে উৎসবের আমেজ সৃষ্টি করে।
অনুষ্ঠানের প্রথম অধিবেশনে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রীদের অংশগ্রহণে স্মৃতিচারণমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তালেবুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক হাফিজুর রহমান, শতবর্ষ বাস্তবায়ন উপদেষ্টা কমিটির সভাপতি মোক্তার হোসেন, প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি কানু সান্যাল, সাবেক শিক্ষক আব্দুস সাত্তার, শিক্ষক ফাতেমা খাতুন, শরীরচর্চা শিক্ষিকা হোসনে আরা হাওয়া ম্যাডামসহ বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।
স্মৃতিচারণে অংশ নেন প্রাক্তন শিক্ষার্থী মমতা চাকলাদার, সাবিহা খাতুন, রিতা বসাক, কামরুন নাহার, শামসুন্নাহার বেবি, ফরিদা এমদাদ, ডা. শাহানা পারভীন লাভলী, আয়েশা আক্তার, রোকেয়া আক্তার, মালা সরকার, লিমন আমির, মুক্তি রানি দে, শবনম মঞ্জিলা খানম মিতা, এডভোকেট শামীমা ফেরদৌস কলি, অধ্যক্ষ অঞ্জনা, শবনম মনোয়ারা খানম, আফরোজা পারভিন, মাহফুজা বেগম, রোখসানা রহমান কবিতা, সেলিনা রহমান শেলী, মাহফুজা পারভিন, কাকলি রানী সিংহ, সোনিয়া খাতুন, আফসিন ফারজানা প্রমুখ।
দ্বিতীয় অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার রাজ্জাক, ইলিয়াস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুশতাক আহমেদ, জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা এবং শিক্ষার্থী বিপাশা।
অনুষ্ঠানজুড়ে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বক্তারা বিদ্যালয়ের গৌরবময় ইতিহাস স্মরণ করে ভবিষ্যতে শিক্ষার মান আরও উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেন।