ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

গ্যাসের দাম বাড়লো ৫৩ টাকা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৪ জানুয়ারী, ২০২৬ ১৭:২৮ অপরাহ্ন | দেখা হয়েছে ৬৬ বার


গ্যাসের দাম বাড়লো ৫৩ টাকা

জানুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপি গ্যাস) ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে এক হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাম ঘোষণা করে।

এসময় বলা হয়, প্রতি লিটার অটো গ্যাসের দাম ৫৭ টাকা ৩২ পয়সা থেকে দুই টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

সন্ধ্যা ৬টা থেকে নতুন দর কার্যকর হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

 

এর আগে গত ২ ডিসেম্বর সবশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে এক হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়।

যদিও বাজারে এর চেয়ে অনেক বেশি দামে এলপি গ্যাস বিক্রি হচ্ছে বলে ক্রেতারা জানিয়েছেন।


   আরও সংবাদ