ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

অজ্ঞাত ১১৪ লাশের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৫ জানুয়ারী, ২০২৬ ১২:৪০ অপরাহ্ন | দেখা হয়েছে ৫২ বার


অজ্ঞাত ১১৪ লাশের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত

জুলাই গণঅভ্যুত্থানের অজ্ঞাতপরিচয় শহীদদের পরিচয় শনাক্তের অংশ হিসেবে ১১৪ জনের লাশ উত্তোলনের পরিকল্পনা করা হয়েছে। এরইমধ্যে আটজন শহীদদের পরিচয় শনাক্ত করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে লাশ উত্তোলন ও শনাক্তকরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

 

শনাক্ত হওয়া শহীদরা হলেন, শহীদ ফয়সাল সরকার, শহীদ পারভেজ বেপারী, শহীদ রফিকুল ইসলাম (৫২), শহীদ মাহিম (২৫), শহীদ সোহেল রানা, শহীদ আসানুল্লাহ, কাবিল হোসেন এবং রফিকুল ইসলাম (২৯)।

সিআইডি জানায়, রায়েরবাজার কবরস্থানে অস্থায়ী মর্গ স্থাপন করে গত বছরের ৭ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত মরদেহ উত্তোলন ও ফরেনসিক কার্যক্রম সম্পন্ন করা হয়। প্রতিটি লাশ উত্তোলনের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং ফরেনসিক চিকিৎসকরা ময়নাতদন্ত পরিচালনা করেন।

এ ছাড়া সিআইডির ফরেনসিক ডিএনএ ও কেমিক্যাল ল্যাবরেটরির মাধ্যমে প্রয়োজনীয় বৈজ্ঞানিক নমুনা সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়েছে।

 

সিআইডি আরও জানায়, এ পর্যন্ত অজ্ঞাতপরিচয় শহীদদের পরিবার ও আত্মীয়-স্বজনদের মধ্য থেকে নয় পরিবারের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব নমুনার মাধ্যমে আটজন শহীদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে। অবশিষ্ট লাশের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে।


   আরও সংবাদ