ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আমেরিকা কারও সম্পত্তি নয়

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৬ জানুয়ারী, ২০২৬ ০৯:৫৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৬ বার


আমেরিকা কারও সম্পত্তি নয়

 আমেরিকা মহাদেশ কোনো শক্তির মালিকানাভুক্ত নয় বলে মন্তব্য করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম। সোমবার তিনি এ কথা বলেন।

এর আগে সামরিক অভিযানে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটক করার পর পশ্চিম গোলার্ধে ওয়াশিংটনের ‘প্রাধান্য’ থাকার কথা উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মেক্সিকো সিটি থেকে এএফপি এ খবর জানিয়েছে।

বামপন্থী নেতা নিকোলাস মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে সপ্তাহান্তে মনরো ডকট্রিনের হালনাগাদ হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। ১৮২৩ সালে যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রেসিডেন্ট জেমস মনরো এই নীতি ঘোষণা করেন। এতে বলা হয়েছিল, লাতিন আমেরিকা অন্য শক্তির জন্য বন্ধ থাকবে—যার অর্থ তখন ইউরোপ।

এর জবাবে সোমবার শেইনবাউম বলেন, আমেরিকা কোনো মতবাদ বা কোনো শক্তির অধীনে নয়। এই মহাদেশ প্রতিটি দেশের জনগণের।


   আরও সংবাদ