ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বিসিবির অনুরোধ প্রত্যাখ্যান আইসিসির

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ৭ জানুয়ারী, ২০২৬ ১১:১১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৩ বার


বিসিবির অনুরোধ প্রত্যাখ্যান আইসিসির

ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে ম্যাচ ভেন্যু পুনর্বিবেচনার যে অনুরোধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) করেছিল, তা প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ইএসপিএনক্রিকইনফোর বরাতে জানা গেছে, আইসিসি স্পষ্ট করে জানিয়েছে বাংলাদেশ দলকে নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে সফর করতেই হবে, অন্যথায় ম্যাচ না খেললে পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে।

তবে বিসিবি বলছে, আইসিসির পক্ষ থেকে এমন কোনো চূড়ান্ত আলটিমেটাম তাদের জানানো হয়নি।

মঙ্গলবার অনুষ্ঠিত আইসিসি, বিসিসিআই ও বিসিবির মধ্যে হওয়া ফোনালাপের পর এখন পর্যন্ত কোনো পক্ষই আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

উল্লেখ্য, রোববার আইসিসিকে চিঠি দিয়ে ভেন্যু পুনর্বিবেচনার অনুরোধ জানায় বিসিবি।

 

এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কর্তৃক আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ। ২০২৬ আইপিএল নিলামে ৯.২ কোটি রুপিতে কেনা মোস্তাফিজই ছিলেন একমাত্র বাংলাদেশি ক্রিকেটার।

২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি, যা অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়।

তার ঠিক এক মাস আগেই এই বিতর্ক তৈরি হলো।

 

গ্রুপ ‘সি’-তে থাকা বাংলাদেশ দল বিশ্বকাপে প্রথম তিনটি ম্যাচ খেলবে কলকাতায়। এরপর নেপালের বিপক্ষে তাদের ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বাইয়ে।


   আরও সংবাদ