আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৭ জানুয়ারী, ২০২৬ ১১:১৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪৩ বার
জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, নেদারল্যান্ডসসহ ইউরোপের বিভিন্ন দেশে তীব্র শীত, তুষারপাত ও বরফের কারণে স্বাভাবিক জীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক দেশেই সড়ক ও রেল যোগাযোগ বন্ধ। বাতিল হয়েছে শত শত ফ্লাইট ও ট্রেন। কোথাও কোথাও স্কুলও বন্ধ রাখা হয়েছে।
ইউরোপের একাধিক গণমাধ্যম মঙ্গলবার (৬ ডিসেম্বর) জানিয়েছে, ফ্রান্সের রাজধানী প্যারিস ও আশপাশের এলাকায় ভারী তুষারপাতের কারণে নজিরবিহীন যানজট সৃষ্টি হচ্ছে। সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত প্যারিস অঞ্চলে যানজটের দৈর্ঘ্য এক হাজার কিলোমিটার ছাড়িয়ে যায়। স্থানীয় ট্রাফিক সেবা সংস্থা সিতাদিন এ তথ্য জানিয়েছে। সাধারণ দিনে এ সময় যানজট থাকে ৫০ কিলোমিটার।
তবে সন্ধ্যার পর ধীরে ধীরে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়।
প্যারিসের গণমাধ্যম মঙ্গলবার জানিয়েছে, তুষারপাত ও বরফের প্রভাব পড়েছে বিমান চলাচলেও। প্যারিসের শার্ল দ্য গল ও অরলি বিমানবন্দরে ফ্লাইট সংখ্যা প্রায় ১৫ শতাংশ কমানো হয়েছে। ফ্রান্সের পরিবহনমন্ত্রী ফিলিপ তাবারো জানান, রানওয়ে পরিষ্কার করা ও উড়োজাহাজ থেকে বরফ সরানোর জন্য এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলেও তুষারপাত ও বরফের কারণে সড়ক যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।
এ ছাড়া নেদারল্যান্ডসেও শীতের কারণে বিপর্যস্ত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। দেশটির রেল সংস্থা এনএস জানায়, তুষারপাত ও তীব্র শীতের কারণে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত কোনো ট্রেন চলাচল করতে পারেনি। আমস্টারডামের স্কিপোল বিমানবন্দরে কেএলএম এয়ারলাইনস কমপক্ষে ৩০০টি ফ্লাইট বাতিল করেছে। টানা পাঁচ দিন ধরে বরফ ও তুষারের কারণে এই বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে।
এর আগের দিন প্রায় ৭০০টি ফ্লাইট বাতিল হয়েছিল।
গণমাধ্যমের খবরে জানা গেছে, নেদারল্যান্ডসের উট্রেখট শহরে প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। দেশটির আবহাওয়া দপ্তর বুধবার আরও ভারী তুষারপাতের পূর্বাভাস দিয়েছে।
এদিকে যুক্তরাজ্যেও শীতের দাপট চলছে। স্কটল্যান্ডে অনেক স্কুল বন্ধ রাখা হয়েছে। গ্লাসগো শহরে বরফ জমে যাওয়ায় সকালে পাতাল রেল চলাচল বন্ধ ছিল। দেশটির বিভিন্ন এলাকায় তুষার ও বরফের সতর্কতা জারি রয়েছে। বিশেষ করে দক্ষিণাঞ্চলে এ সপ্তাহে ভারী তুষারপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
এ ছাড়া নরওয়ে, ফিনলান্ড ও স্পেনেও অস্বাভাবিক ঠান্ডা পড়েছে। সাধারণত গরমের জন্য পরিচিত স্পেনে এখন অনেক জায়গায় তাপমাত্রা নেমে গেছে শূন্যের নিচে। মাদ্রিদ ও পর্যটন দ্বীপ মায়োরকার উঁচু এলাকায় তুষারপাত হয়েছে। পিরেনিজ পর্বতমালা ও অন্যান্য পাহাড়ি এলাকায় কিছু সড়কে শুধু বরফের চেইন লাগানো গাড়ি চলাচল করতে পারছে। স্পেনের আবহাওয়া সংস্থা অ্যায়েমেত তুষারপাত, ঠান্ডা ও ঝোড়ো হাওয়ার জন্য সতর্কতা জারি করেছে।
এদিকে জার্মানিতেও শীতের প্রকোপ অব্যাহত রয়েছে। দেশটির আবহাওয়া দপ্তর বরফ ও তীব্র শীতের বিষয়ে মঙ্গলবারও সতর্কতা দিয়েছে। গত রোববার থেকে মঙ্গলবার রাত ছিল খুবই ঠান্ডা। মিউনিখ, হেসেন, হামবুর্গসহ কোথাও কোথাও তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে, দক্ষিণ-পূর্বাঞ্চলে তা মাইনাস ১৭ ডিগ্রিও ছুঁয়েছে। জার্মানির দক্ষিণ ও পূর্বাঞ্চলে তীব্র শীতের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। জনসাধারণকে দীর্ঘ সময় বাইরে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।