ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৭ জানুয়ারী, ২০২৬ ১৫:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৫ বার


বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রনি মিয়া (২২) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) মধ্যরাতে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া সীমান্তের ৯০২ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার হারুন অর রশিদের ছেলে। 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সীমান্তবাসী জানান, কয়েকজনের সঙ্গে সীমান্তের ৯০২ নম্বর পিলার এলাকায় যান রনি।

তাদের দেখে গুলি করে বিএসএফ। এতে রনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান। গুলির শব্দ পেয়ে বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের দইখাওয়া বিওপি ক্যাম্পের টহলদল এগিয়ে যায়। এসময় রনিকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে বিজিবি।

 

 

বিষয়টি নিশ্চিত করে বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, বারবার সতর্ক করার পরও সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়া অত্যন্ত হতাশাজনক। এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।


   আরও সংবাদ