ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

এলপিজি ব‍্যবসায়ীদের ধর্মঘট প্রত‍্যাহার

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৮ জানুয়ারী, ২০২৬ ১৮:২২ অপরাহ্ন | দেখা হয়েছে ৪৫ বার


এলপিজি ব‍্যবসায়ীদের ধর্মঘট প্রত‍্যাহার

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবসায়ীদের ডাকা সারাদেশে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে অংশ নেওয়ার পর সংগঠনের সভাপতি মো. সেলিম খান সাংবাদিকদের এ কথা জানান।

বৈঠকে নেতারা তিনটি দাবি উত্থাপন করেন, সারা দেশে চলমান প্রশাসনিক অভিযান বন্ধ করা, বিতরণকারী ও খুচরা বিক্রেতাদের চার্জ বৃদ্ধি করা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা।

বৈঠকে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ আশ্বস্ত করেছেন যে, চলমান অভিযানের বিষয়ে তারা প্রশাসনের সঙ্গে কথা বলবেন এবং চার্জ বাড়াতে আইনগত পদক্ষেপ নেবেন।

 

জালাল আহমেদ আরও বলেন, এলপিজি অপারেটরদের সংগঠন জানিয়েছে যে জাহাজ সংকটের মধ্যেও পণ্য আমদানির জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে আগামী সপ্তাহের মধ্যে সরবরাহের সংকট কিছুটা স্বাভাবিক হতে পারে।

বুধবার এলপি গ‍্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে বৃহস্পতিবার সকাল থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।


   আরও সংবাদ