ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বিভিন্ন এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ জানুয়ারী, ২০২৬ ১৩:০১ অপরাহ্ন | দেখা হয়েছে ২৫ বার


বিভিন্ন এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ

মিরপুর রোডে গণভবনের সামনে চার ইঞ্চি ব্যাসের ভাল্ভ ফেটে সৃষ্ট লিকেজ মেরামতের জন্য রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে।

শনিবার (১০ জানুয়ারি) সকালে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, লিকেজ মেরামতের জন্য বিতরণ নেটওয়ার্কের বেশ কয়েকটি ভাল্ভ বন্ধ করে চাপ সীমিত করায় ধানমণ্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ, গাবতলীসহ সংলগ্ন এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে।

দ্রুততম সময়ের মধ্যে ভাল্ভটি পরিবর্তনের কাজ শুরু করা হয়েছে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।


   আরও সংবাদ