ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

অস্ট্রেলিয়ার মাটিতে উড়ছেন রিশাদ

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১০ জানুয়ারী, ২০২৬ ১৩:০২ অপরাহ্ন | দেখা হয়েছে ৩০ বার


অস্ট্রেলিয়ার মাটিতে উড়ছেন রিশাদ

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) নিজের অভিষেক আসরকেই স্মরণীয় করে রাখছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। একের পর এক দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতায় গতকাল অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে বল হাতে আবারও জ্বলে উঠলেন তিনি। রিশাদের ৩ উইকেটের ওপর ভর করে ৩৭ রানের বড় জয় পেয়েছে হোবার্ট হারিকেন্স।

প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৮ রানের সংগ্রহ দাঁড় করায় হোবার্ট হারিকেন্স।

১৭৯ রানের লক্ষ্যে খেলতে নামা অ্যাডিলেড স্ট্রাইকার্স শুরুতেই হোঁচট খায়। ২১ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা অ্যাডিলেডের ইনিংসের পাওয়ার প্লে-র শেষ ওভারে রিশাদকে আক্রমণে আনেন অধিনায়ক নাথান এলিস। নিজের প্রথম ওভারের শেষ বলে হ্যারি মানেনেত্তিকে আউট করে উইকেটের খাতা খোলেন এই তরুণ লেগ স্পিনার।

 

নিজের দ্বিতীয় ওভারে এসেই জেমি ওভার্টনকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন ২৩ বছর বয়সী এই স্পিনার।

প্রথম দুই ওভারে কিছুটা রান দিলেও নিজের শেষ দুই ওভারে অত্যন্ত নিয়ন্ত্রিত বোলিং করেন তিনি। তৃতীয় ওভারে মাত্র ৩ রান দেওয়ার পর শেষ ওভারে ২ রান খরচায় তুলে নেন লুক উডের উইকেট। 

 

শেষ পর্যন্ত ৪ ওভার বোলিং করে ২৬ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন রিশাদ। আসরে এটি ৮ ম্যাচে তার ১১তম উইকেট।

আসরের সেরা উইকেটশিকারির তালিকায় সাতে অবস্থান তার। তবে শীর্ষে থাকা বোলারের চেয়ে মাত্র ৩ উইকেট কম পেয়েছেন তিনি। 

 

রিশাদের দুর্দান্ত বোলিংয়ের দিনে হোবার্ট হারিকেন্স প্রতিপক্ষকে ১৪১ রানেই আটকে দেয়। দলের পক্ষে সর্বোচ্চ উইকেট রিশাদ নিলেও ২ ওভারে মাত্র ৭ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক নাথান এলিস।

এই জয়ের ফলে ৮ ম্যাচে ৬ জয় নিয়ে ১২ পয়েন্ট অর্জন করে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল হোবার্ট হারিকেন্স।

আগামী রোববার নিজেদের পরবর্তী ম্যাচে সিডনি সিক্সার্সের মুখোমুখি হবে রিশাদ হোসেনের দল।

 


   আরও সংবাদ