ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তা নেই

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ জানুয়ারী, ২০২৬ ১৬:০৪ অপরাহ্ন | দেখা হয়েছে ৩১ বার


আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তা নেই

ভোটের দিনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো দুশ্চিন্তা নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো গণভোট। 

ছাত্র-জনতার রক্তে লেখা জুলাই সনদে "হ্যাঁ ভোট" আসাটা জরুরি বলেও জানান তিনি।

 

 

এছাড়া নির্বাচন কমিশন আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের ব্যবস্থা নিয়েছে বলেও জানান তিনি। 

এর আগে সিলেটের বাস টার্মিনালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি। এ সময় সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ