ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০ জানুয়ারী, ২০২৬ ১৮:১১ অপরাহ্ন | দেখা হয়েছে ২৯ বার
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও এর সহযোগী সংগঠন থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন স্থানীয় পাঁচজন নেতা।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নগরকান্দায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানান তারা।
সম্মেলনে জানানো হয়, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনে দায়িত্ব পালন করলেও অবমূল্যায়ন, অনিয়ম ও দলীয় সিদ্ধান্তে বঞ্চিত হওয়ার কারণে তারা দলত্যাগ করতে বাধ্য হয়েছেন। এসব কারণেই বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে নতুন রাজনৈতিক পথ বেছে নিয়েছেন বলে জানান নেতারা।
বিএনপিতে যোগ দেওয়া পাঁচ নেতা হলেন- নগরকান্দা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান পান্নু, উপজেলা কৃষক লীগের সভাপতি জিন্নাহ সরদার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ওহিদুজ্জামান (মান্দার), উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মো. বাকি মিয়া এবং উপজেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি জামিউল ইসলাম জামিল।
নেতারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা বিএনপিতে যোগ দিয়েছেন। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলামের বিজয় নিশ্চিত করতে সার্বক্ষণিক মাঠে কাজ করার অঙ্গীকার করেন।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।