ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

‘হ্যাঁ’ জয়যুক্ত করার আহ্বান হাসনাত আবদুল্লাহর

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১২ জানুয়ারী, ২০২৬ ০৯:৩২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৪ বার


 ‘হ্যাঁ’ জয়যুক্ত করার আহ্বান হাসনাত আবদুল্লাহর

 গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

আজ রোববার দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের ছৈয়দপুর বাজারে ভারতীয় আগ্রাসনবিরোধী পদযাত্রা ও গণসংযোগ শেষে আয়োজিত এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ জানান, দুর্নীতি, চাঁদাবাজি ও ভয়ভীতির রাজনীতি পরিহার করেই জনগণের কাছে যেতে চান তারা। ভালোবাসা ও আন্তরিকতার মাধ্যমে মানুষের মন জয় করাই তাদের রাজনীতির মূল দর্শন।

তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা নিশ্চিত হবে। দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না— এমন ব্যবস্থাও বাস্তবায়নের সুযোগ তৈরি হবে। পাশাপাশি দুর্নীতি, ঋণখেলাপি সংস্কৃতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

হাসনাত আবদুল্লাহ দাবি করেন, এবারের নির্বাচন হবে দুর্নীতিবিরোধী ও নৈতিক রাজনীতির পক্ষে জনগণের রায় প্রদানের নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে ঋণখেলাপি ও দুর্নীতিবাজদের সংসদের বাইরে রাখার সুযোগ সৃষ্টি হবে বলেও উল্লেখ করেন তিনি।

বৈঠকে এনসিপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ