ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

১১৬ বন্দিকে মুক্তি দিয়েছে ভেনেজুয়েলা

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১৩ জানুয়ারী, ২০২৬ ০৯:৫৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৯ বার


১১৬ বন্দিকে মুক্তি দিয়েছে ভেনেজুয়েলা

ভেনেজুয়েলা সোমবার জানিয়েছে, গত সপ্তাহে সরকার ঘোষণা দেওয়ার পর থেকে ১১৬ জন রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। তারা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আমলে কারা অন্তরীণ হন।

কারাকাস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সম্প্রতি মার্কিন বাহিনী কারাকাসে অভিযান চালিয়ে নিকোলাস মাদুরোকে তার স্ত্রীসহ আটক করে নিউইয়র্কে নিয়ে যায়। সেখানে এক ফেডারেল আদালতে তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র মামলায় বিচার চলছে। 

কারা পরিষেবা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, যারা সাংবিধানিক শৃঙ্খলা ব্যাহত এবং জাতির স্থিতিশীলতা ক্ষুণ্ন করার অভিযোগে স্বাধীনতা থেকে বঞ্চিত ছিলেন, তারা এই কারামুক্তির পদক্ষেপের মাধ্যমে উপকৃত হয়েছেন।

বিবৃতিতে মুক্তিপ্রাপ্তদের সংখ্যা ১১৬ জন বলা হলেও বিরোধী দল ও মানবাধিকার সংগঠনগুলোর মতে এই সংখ্যা আরো কম।

  •  


   আরও সংবাদ