ঢাকা, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বিএনপি গুম-খুন-নির্যাতনের শিকার পরিবারের পাশে থাকবে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৭ জানুয়ারী, ২০২৬ ১৬:২২ অপরাহ্ন | দেখা হয়েছে ১৬ বার


বিএনপি গুম-খুন-নির্যাতনের শিকার পরিবারের পাশে থাকবে

বিএনপি সবসময় গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের পাশে থাকবে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল সোয়া ১১টায় ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’-এর উদ্যোগে রাজধানীর শেরেবাংলা নগরে চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই কথা জানান।

এই মতবিনিময় সভায় আসা গুম-খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের কথা শুনে নিজের কথা বলার খেই হারিয়ে ফেলেছেন উল্লেখ করে তারেক রহমান আরও বলেন, বহু বছর দেশ, স্বজন, মানুষ থেকে দূরে থাকতে হয়েছে। আমার নেতাকর্মীদের বাইরেও এই স্বজনহারা মানুষ যারা সারা দেশে আছেন, দূর থেকে চেষ্টা করেছি স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন গড়ে তুলতে।

 

তিনি বলেন, আমাদের সামর্থ্য দিয়ে চেষ্টা করেছি স্বজনহারা মানুষের পাশে দাঁড়াতে। আমরা কতটুকু পেরেছি বা পারিনি সেটার জবাব ভিন্ন। তবে আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না। হয়তো সীমাবদ্ধতা ছিল, সীমাবদ্ধতা আছে এখনো প্রতিটি মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর।

কিন্তু আমাদের চেষ্টা অব্যাহত ছিল, ভবিষ্যতেও থাকবে।

 

তারেক রহমান বলেন, গুম-খুনের সেইসব বিভীষিকাময় দিন-রাতের অবসান হয়েছে। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে। যেসব মানুষরা তাদের স্বজন হারিয়েছেন, যেসব মায়েরা তাদের সন্তান হারিয়েছেন, যেসব বোনেরা স্বামী হারিয়েছেন, যেসব সন্তানরা তাদের পিতা হারিয়েছেন তাদের আজ সান্ত্বনা দেওয়ার মতো কিছু নেই।

 

তিনি আরও বলেন, সবাইকে সজাগ থাকতে হবে, কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে। প্রতিটি বিচারকে প্রতিষ্ঠা করতে হলে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে।


   আরও সংবাদ