ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

এক বছরের চুক্তিতে মিলানে মদ্রিচ

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১৫ জুলাই, ২০২৫ ১০:১৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৭৭ বার


এক বছরের চুক্তিতে মিলানে মদ্রিচ

রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা দেওয়ার পর গুঞ্জন চলছিল, এবার সেটিই হলো সত্যি। লুকা মদ্রিচকে দলে টানার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইতালিয়ান জায়ান্ট এসি মিলান।

আজ ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়, ৩৯ বছর বয়সী এই ক্রোয়াট তারকার সঙ্গে এক বছরের চুক্তি সম্পন্ন হয়েছে।

 

মিলানের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে নতুন ক্লাবের হয়ে প্রথমবারের মতো দেখা গেল মদ্রিচকে। সেখানে তিনি বলেন, ‘এখানে এসে আমি খুব খুশি এবং এই নতুন চ্যালেঞ্জের জন্য আমি মুখিয়ে আছি। সামনে অনেক সময় থাকবে কথা বলার। ’

চলতি বছরের ক্লাব বিশ্বকাপ শেষে রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা আসে মদ্রিচের পক্ষ থেকে। পিএসজির বিপক্ষে সেমি-ফাইনালে ৪-০ ব্যবধানে হারের মধ্য দিয়েই শেষ হয় ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটিতে তার ১৩ বছরের রাঙানো অধ্যায়।

রিয়ালের জার্সিতে মদ্রিচের ঝুলিতে রয়েছে ৬টি চ্যাম্পিয়ন্স লিগ, ৪টি লা লিগা, ৫টি ক্লাব বিশ্বকাপসহ মোট ২৮টি ট্রফি। শুধু ট্রফির সংখ্যাতেই নয়, রিয়াল মাদ্রিদের মধ্যমাঠে তিনিই ছিলেন ধারাবাহিকতার প্রতীক।

মদ্রিচের এসি মিলানে যোগ দেওয়ার গুঞ্জন গত কয়েক মাস ধরেই চলছিল। কদিন আগেই এসি মিলানের স্পোর্টিং ডিরেক্টর ইগলি তারে জানিয়েছিলেন, মদ্রিচ মৌখিকভাবে তাদের সঙ্গে চুক্তি করতে সম্মতি দিয়েছেন।

অবশেষে সেটিই সত্যি হলো। চেলসি যখন নিউ জার্সিতে পিএসজিকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে, পরদিনই এসেছে মদ্রিচের এসি মিলানে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা।


   আরও সংবাদ