ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

শ্রীলঙ্কা জয় করে দেশে ফিরল বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১৭ জুলাই, ২০২৫ ১৫:৩৩ অপরাহ্ন | দেখা হয়েছে ১৪৭ বার


শ্রীলঙ্কা জয় করে দেশে ফিরল বাংলাদেশ দল

কলম্বো থেকে হাসিমুখে ফিরেছে বাংলাদেশ দল। কারণটাও স্পষ্ট, শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো কোনো সংস্করণে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা।

প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে ইতিহাস গড়েছে লিটন দাসের দল।

 

তবে সেই ঐতিহাসিক সাফল্যের রেশ কাটিয়ে উঠার সময় পাচ্ছে না টাইগাররা। সিরিজ জয় উদযাপনের ফুরসত মিলল না ভালো করে। বৃহস্পতিবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেছে পুরো দল, খেলোয়াড় থেকে শুরু করে কোচিং স্টাফ সবাই।

আর শুক্রবার থেকেই শুরু হয়ে যাচ্ছে প্রস্তুতির ঘাম ঝরানো পর্ব। কারণ সামনে অপেক্ষা করছে আরেক বড় চ্যালেঞ্জ। পাকিস্তানের বিপক্ষে হাইভোল্টেজ টি-টোয়েন্টি সিরিজ।

আগামী ২০, ২২ ও ২৪ জুলাই ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচ। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

ঘরের মাঠে এবার প্রতিশোধের মিশনে নামবে বাংলাদেশ। কারণ, চলতি বছরের মে মাসে পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা। সেই ক্ষত শুকাতে না শুকাতেই এবার বদলার মঞ্চ প্রস্তুত।

লিটন, শান্ত, মিরাজরা কি পারবে এই সিরিজে ঘুরে দাঁড়াতে? দেশীয় কন্ডিশনে আত্মবিশ্বাসী বাংলাদেশ নিশ্চয় চাইবে শ্রীলঙ্কা জয়ের ছন্দটা এবার পাকিস্তানের বিপক্ষেও ধরে রাখতে।


   আরও সংবাদ