স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫ ১০:২৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৩২ বার
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে আইসিসি র্যাংকিংয়েও দারুণ অগ্রগতি দেখিয়েছে বাংলাদেশ। বোলিং ও ব্যাটিং—দুই বিভাগেই উল্লেখযোগ্য উন্নতি করেছেন একাধিক টাইগার ক্রিকেটার।
সবচেয়ে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে মোস্তাফিজুর রহমানের। দুই ম্যাচে কেবল তিন উইকেট নয়—মিতব্যয়ী বোলিংয়েও নজর কেড়েছেন এই বাঁহাতি পেসার। আইসিসির সদ্য প্রকাশিত টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে তিনি ১৭ ধাপ এগিয়ে এখন নবম স্থানে। ৬৫৩ রেটিং পয়েন্ট নিয়ে তিনি ভারতের আর্শদীপ সিংয়ের সঙ্গে যৌথভাবে শীর্ষ দশে অবস্থান করছেন। দীর্ঘদিন পর কাটার মাস্টারের টপ টেনে ফেরা, টাইগার ভক্তদের জন্য নিঃসন্দেহে বড় খবর।
এদিকে ডানহাতি অফস্পিনার শেখ মেহেদী হাসান ৯ ধাপ এগিয়ে ১৬তম স্থানে উঠে এসেছেন। পেসার তাসকিন আহমেদ এক ধাপ এগিয়ে আছেন ২৭ নম্বরে। আরেক পেসার তানজিম হাসান সাকিব ৯ ধাপ অগ্রসর হয়ে ৩৭তম, শরীফুল ইসলাম ১৪ ধাপ এগিয়ে ৪৩তম স্থানে।
তবে ব্যতিক্রম রিশাদ হোসেন। পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচেই বেশ খরুচে ছিলেন এই লেগস্পিনার। ফলে তিন ধাপ পিছিয়ে এখন তিনি ২০তম স্থানে নেমে গেছেন।
ব্যাটারদের র্যাংকিংয়েও এসেছে বেশ কিছু পরিবর্তন। ওপেনার তানজিদ হাসান তামিম ১৮ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৭তম স্থানে। ধারাবাহিক ব্যাটিংয়ে নজর কেড়েছেন মিডল অর্ডারের তাওহীদ হৃদয়, তিনি ২ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৯ নম্বরে অবস্থান করছেন। অন্যদিকে অধিনায়ক লিটন দাস এক ধাপ পিছিয়ে ৪৫তম স্থানে নেমে গেছেন।