ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আর্জেন্টিনা-স্পেন মহারণের দিনক্ষণ ঘোষণা করল কনমেবল

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ২৯ জুলাই, ২০২৫ ১৬:০৩ অপরাহ্ন | দেখা হয়েছে ১৪৫ বার


আর্জেন্টিনা-স্পেন মহারণের দিনক্ষণ ঘোষণা করল কনমেবল

দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল ২০২৬ মৌসুমের প্রতিযোগিতার সূচি প্রকাশ করেছে। সেই সূচিতেই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মধ্যকার ফিনালিসিমা।

 

এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০২৬ সালের মার্চ মাসের তৃতীয় সপ্তাহে, তবে এখনো ভেন্যু নির্ধারিত হয়নি।

কয়েক সপ্তাহ আগেই আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লদিও ‘চিকি’ তাপিয়া ও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট রাফায়েল লৌজানের মধ্যে একটি সমঝোতা হয়, যাতে ম্যাচটি ১৭ থেকে ২৫ মার্চ ২০২৬ এর মধ্যে আয়োজনের কথা বলা হয়। তবে এটি নির্ভর করছে স্পেনের বিশ্বকাপ কোয়ালিফিকেশনের ওপর।

স্পেন যদি তাদের গ্রুপ (যেখানে আছে তুরস্ক, জর্জিয়া ও বুলগেরিয়া) দ্বিতীয় হয়ে শেষ করে, তবে মার্চ মাসেই তাদের প্লে-অফ ম্যাচ পড়বে। সে ক্ষেত্রে ফিনালিসিমা আয়োজনে জটিলতা তৈরি হবে। একমাত্র বিকল্প তখন বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্ত, যা উভয় দলই এড়িয়ে চলতে চায়, কারণ তখন প্রস্তুতির সময় খুবই অল্প থাকবে।

ম্যাচের দিনক্ষণ চূড়ান্ত হলেও ভেন্যু এখনো নিশ্চিত নয়। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে ম্যাচ আয়োজনের কথা ভাবা হচ্ছিল, বিশ্বকাপের প্রাক-ঘোষণা হিসেবে। তবে কাতার ও সৌদি আরবও ম্যাচ আয়োজনের জন্য প্রস্তাব দিয়েছে, ম্যাচটি এশিয়ায় নেওয়ার উদ্দেশ্যে।

এই ম্যাচে লিওনেল মেসি বনাম লামিন ইয়ামাল—দুজনের প্রথম মুখোমুখি হওয়ার সম্ভাবনাও রয়েছে, যা এই দ্বৈরথকে আরও আকর্ষণীয় করে তুলবে।


   আরও সংবাদ