ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পোরশায় বিএনপির সালেক চৌধুরী গ্রুপের বিজয় মিছিল আলোচনা সভা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৭ অগাস্ট, ২০২৫ ০৯:৪৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১০৯ বার


পোরশায় বিএনপির সালেক চৌধুরী গ্রুপের বিজয় মিছিল আলোচনা সভা

পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁ জেলার পোরশা উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।এ উপলক্ষে উপজেলার ৬টি ইউনিয়নের নেতাকর্মীরা পৃথক পৃথক ব্যানারে কপালের মোড়ে একত্রিত হনএবংমানুষের ঢল নেমে আসে ।
৬ আগস্ট বুধবার বেলা ১১ ঘটিকার সময় কপালি
মোড় হইতে উপজেলা শহীদ মিনার পর্যন্ত পোরশা জাতীয়তাবাদী বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই র‍্যালি বের করা হয়  । বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় প্রধান অতিথি অনুপস্থিত থাকায় সিদ্ধান্তক্রমে তৎক্ষণাৎ সাবেক সহ-সভাপতি  আলহাজ্ব জনাব  তৌফিকুর রহমান  চৌধুরী প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করেন ।এতে আরো উপস্থিত ছিলেন  সাবেক সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ মাসুদ রানা, এবং যুবদলের সেক্রেটারি মোঃ আজহার আলী  সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ এবং আপামর জনতা।
বক্তারা বলেন ৫ই আগস্ট ফ্যাসিবাদী স্বৈরাচার সরকার শেখ হাসিনা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ-ছেড়ে পালিয়ে যান। এর ফলে দেশ স্বাধীন হয়েছে মানুষ মুক্তি পেয়েছে খেটে খাওয়া রিক্সাচালক, ভ্যানচালক বাক স্বাধীনতা ফিরে পেয়েছে এবং বাজার নিয়ন্ত্রণে স্বস্তির নিঃশ্বাস পড়েছে। এরই ধারাবাহিকতায় এই দিনটি উদযাপিত হয়েছে ।বক্তারা আরো বলেন আমাদেরকে সজাগ থাকতে হবে আমরা যেন এই স্বৈরাচার সরকার শেখ হাসিনার মত দেশ ছেড়ে পালিয়ে যেতে না হয় ।আমরা মানুষের কল্যাণে কাজ করব এবং দেশ নেতা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাব।
পরিশেষে জুলাই শহীদদের প্রতি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মুনাজাত করা হয় এবং উপস্থিত সকল মানুষকে প্রায় ৭ ০০০ বিরানি প্যাকেট বিতরণ করা হয়।
 


   আরও সংবাদ