ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

তুহিনের নৃশংস হত্যাকাণ্ডে প্রতিবাদে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ অগাস্ট, ২০২৫ ১০:০৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১১২ বার


তুহিনের নৃশংস হত্যাকাণ্ডে  প্রতিবাদে মানববন্ধন

মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ

প্রেসক্লাব পাবনার উদ্দোগে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের নৃশংস হত্যাকাণ্ডে প্রতিবাদ ও হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

 

শনিবার (৯ই আগষ্ট) দুপুরে আব্দুল হামিদ রোডের প্রেসক্লাব কার্যালয়ের সামনে প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন  অনুষ্ঠিত হয়।

 

এ সময় পাবনায় কর্মরত সাংবাদিকরা দ্রুত সময়ের মধ্যে তাদের সহকর্মী আসাদুজ্জামান তুহিনকে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। প্রকাশ্যে দিবালোকে গাজীপুরের জনবহুল চৌরাস্তা এলাকায় সন্ত্রাসীদের হামলার নিন্দা করেন৷ গাজীপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে বলেও জানান তারা। এ সময় সাংবাদিকরা গাজীপুরের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ও ছিনতাইকারীদের মদদদাতাদেরও চিহ্নিত করার দাবি করেন। 

 

প্রেস ক্লাব পাবনার যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় শফিউল আলম দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন,  প্রেসক্লাব পাবনার সম্পাদক রফিকুল আলম রঞ্জু, দপ্তর  সম্পাদক হুমায়ূন রাশেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ নুরুন্নবী, কল্যান সম্পাদক ও দৈনিক তদন্ত  রিপোর্টের  ব্যুরো চিফ আব্দুল মোমিন, ক্রিয়া সম্পাদক জাহাঙ্গীর আলম, নির্বাহী সদস্য মোঃ সিয়াম, মোঃ মনিরুজ্জামান মনির, মোঃ মতিউর রহমান, দৈনিক জীবন কথার ব্যবস্থাপক ফারুক হোসেন,  প্রভাতী বাংলাদেশের জেলা প্রতিনিধি আশির ফয়সাল সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ ও জেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ  বক্তব্য রাখেন। 

 

অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যাংকার আব্দুল আউয়াল, সুধীরকুমার কলেজের সহকারী অধ্যাপক জাকির হোসেন, ধানুয়াঘাটা ডিগ্রী কলেজের অধ্যাপক মোঃ রবিউল করিম , পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার রসায়ন বিভাগের অধ্যাপক কামরুজ্জামান সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । 

 


   আরও সংবাদ