ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

চ্যালেঞ্জ লিগের চূড়ান্ত পর্বে বসুন্ধরা কিংস

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১৩ অগাস্ট, ২০২৫ ১০:০৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১২৯ বার


চ্যালেঞ্জ লিগের চূড়ান্ত পর্বে বসুন্ধরা কিংস

এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফে সিরিয়ার আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে বসুন্ধরা কিংস। মঙ্গলবার রাতে দোহার সুহাইম বিন হামাদ স্টেডিয়ামে ম্যাচের একমাত্র গোলটি করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড এমানুয়েল সানডে।

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের পাঁচবারের চ্যাম্পিয়ন কিংস মৌসুম শুরু করে কোচিং সংকটে। ব্রাজিলিয়ান কোচ সার্জিও চুক্তি করেও না আসায় সহকারী কোচ সৈয়দ গোলাম জিলানী দায়িত্ব নেন। মাত্র দুই দিনের পূর্ণাঙ্গ অনুশীলন সত্ত্বেও দলে দারুণ বোঝাপড়া দেখা যায়। ম্যাচের ৬ মিনিটে কর্নার থেকে অধিনায়ক তপু বর্মণের পাসে গোল করেন সানডে।

দোহার গরম আবহাওয়ায় দুই অর্ধেই কুলিং ব্রেক হয়। গ্যালারিতে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা ম্যাচ জুড়ে উল্লাস করেন। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা প্রবাসী ফুটবলার কিউবা মিচেলও নজর কাড়েন। গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ একাধিক সেভ করে জয়ের নায়ক হয়ে ওঠেন।

২৫ অক্টোবর থেকে মূল পর্ব শুরু হবে, যেখানে ড্রয়ের মাধ্যমে কিংসের প্রতিপক্ষ নির্ধারণ হবে। গত মৌসুমে সরাসরি মূল পর্বে খেললেও এবার প্লে-অফ জয় করেই সেই জায়গা পেতে হলো দলটিকে।


   আরও সংবাদ