ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

গৃহিণীকে অচেতন করে সর্বস্ব লুট

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৭ অগাস্ট, ২০২৫ ০৯:৩৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৮৫ বার


 গৃহিণীকে অচেতন করে সর্বস্ব লুট

ইসমাইল হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পোরশায় চেতনা নাশক ঔষুধ নাকে-মুখে দিয়ে গৃহকর্ত্রীকে অচেতন করে সর্বস্ব লুটের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকালে উপজেলার ৪নং গাংগুরিয়া ইউনিয়নের চাঁচাইবাড়ি (খরপা) গ্রামে। সেদিন বিকালে অজ্ঞাতনামা  তিনজন মহিলা মৃত ওছের আলীর ছেলে মাদ্রাসার কর্মচারী আব্দুল মালেকের বাড়িতে প্রবেশ করে। খাবার পানি চেয়ে  প্রবেশ করে বাড়িতে অবস্থানরত মালেকের মেয়ে বুলবুলিকে অজ্ঞান করে তার গলায় থাকা স্বর্ণের চেইন, একজোড়া কানের ও নগদ ৫২ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এসময় মালেক ও তার স্ত্রী এবং বুলবুলীর স্বামী আনাবাবু বাড়িতে ছিলেন না। পরে বুলবুলীর জ্ঞান ফিরলে তার স্বামী, বাবা-মার কাছে ঘটনার বিষয়ে অবগত করেন। এবিষয়ে পোরশা থানা অফিসার ইনচার্জ মিন্টু রহমানের কাছে জানতে চাইলে তাকে কেউ অবগত করেন নি বলে তিনি জানান। তবে সকলকে এবিষয়ে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন বলে তিনি মনে করেন।
 


   আরও সংবাদ