ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পত্নীতলা জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২০ অগাস্ট, ২০২৫ ০৯:৫৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৬৮ বার


পত্নীতলা জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

আকমাল হোসেন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি - “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীমুজ্জামান মিলন এর সভাপতিত্বে ও উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মহসিনা পারভীনের সঞ্চালনায় আলোচনা সভায় মৎস্য সপ্তাহের উপর গুরুত্ব তুলে ধরে উপজেলা মৎস্য কর্মকর্তা রুজিনা পারভিন শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আশিষ কুমার দেবনাথ, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল হক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফিরোজ আহমেদ, পিআইও আব্দুর রহিম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তৃৃষিত কুমার চৌধুরী, পরিসংখ্যান অফিসার সুরঞ্জিত কর সুজন, উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মিন্টু কুমার সাহা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রোল্লাদ কুমার কুন্ডু, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়ক আমিনুল হক, মৎস্য দপ্তরের সুপদ চন্দ্র দাস সহ উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য জীবী, মৎস্য চাষী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অতিথিবৃন্দ উপজেলা পরিষদ চত্বরে একটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। পরে উপজেলার সফল মৎস্যচাষি ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়।
 


   আরও সংবাদ