ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আমিরাতে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ২৪ অগাস্ট, ২০২৫ ১৬:১৪ অপরাহ্ন | দেখা হয়েছে ১০১ বার


আমিরাতে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

বাংলাদেশ ক্রিকেট দলের সামনে ব্যস্ত সূচি। ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষেই অপেক্ষা করছে এশিয়া কাপ।

সেই টুর্নামেন্টের পরপরই আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

 

আজ (২৪ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) নিশ্চিত করেছে, আগামী অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরাতে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান।

সিরিজের সূচি

টি-টোয়েন্টি সিরিজ: ২, ৩ ও ৫ অক্টোবর
ওয়ানডে সিরিজ: ৮, ১১ ও ১৪ অক্টোবর

সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।

এ বিষয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিইও নাসিব খান বলেন, ‘বাংলাদেশকে আমন্ত্রণ জানাতে পেরে আমরা গর্বিত। এই সিরিজ আমাদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন করবে এবং দর্শকদের জন্য নিরপেক্ষ ভেন্যুতে রোমাঞ্চকর ক্রিকেট উপহার দেবে। ’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিরিজ। বিশেষ করে এশিয়া কাপের পরপরই এই আয়োজন আফগানিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক আরও দৃঢ় করবে। এজন্য আফগান বোর্ডকে ধন্যবাদ জানাই। ’

উল্লেখ্য, আসন্ন এশিয়া কাপে একই গ্রুপে রয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। ফলে এক মাসের ব্যবধানে দুই টুর্নামেন্টেই একে অপরের মুখোমুখি হবে দল দুটি।


   আরও সংবাদ