ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

নির্বাচন করছেন তামিম

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ৩১ অগাস্ট, ২০২৫ ১৩:০৮ অপরাহ্ন | দেখা হয়েছে ১০০ বার


 নির্বাচন করছেন তামিম

অনেকদিন ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন তামিম ইকবাল। এবার সেই গুঞ্জন সত্যি হলো।

আসন্ন বিসিবি নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন দেশের সাবেক তারকা ওপেনার তামিম। নিজেই এক গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন ক্রিকেটার।  

 

তামিম বলেন, ‘যদি প্রশ্ন করেন আমি বিসিবির নির্বাচনে অংশ নেব কি না- এটি বলতে পারি, খুব ভালো সম্ভাবনা আছে। এবার নির্বাচন করছি। আমি ক্রিকেটে বিনিয়োগ করেছি, দুটি ক্লাবের সঙ্গে আছি। কাউন্সিলর তো হবই। ’

বিসিবির সভাপতি হতে হলে সরাসরি সুযোগ নেই। আগে পরিচালক পদে নির্বাচিত হতে হয়। তামিম সেই পথেই এগোচ্ছেন।

এর আগে সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশ ছাড়েন। এনএসসি কোটায় সাবেক অধিনায়ক ফারুক আহমেদ সভাপতি হন। ৯ মাস পর দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তিনি বাদ পড়েন। আইসিসির সাথে কাজ করা আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল এখন বোর্ড সভাপতির দায়িত্বে আছেন।  

সবকিছু ঠিকঠাক থাকলে অক্টোবরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবি নির্বাচন। সেই নির্বাচন ঘিরে ক্রিকেটপাড়া সরব। তামিম অংশ নিলে সেখানে নতুন মাত্রা যোগ হবে। দেশের ক্রিকেটে দীর্ঘদিন ধরে অবদান রাখা সাবেক এই অধিনায়ক এবার বোর্ডের নেতৃত্বে আসেন কি না, এটাই এখন ক্রিকেটপাড়ার আলোচনার কেন্দ্রবিন্দু।


   আরও সংবাদ