আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৯:২৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৯৩ বার
নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন বালুয়াটারে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন।
নেপালের শীর্ষ সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত এক মন্ত্রীর বরাত দিয়ে খবরে বলা হয়েছে, রাজধানী কাঠমান্ডুতে সোমবারের ‘জেন জি’ আন্দোলনে ১৭, ইটাহারিতে দুজন নিহত হওয়ার ঘটনা ও একইসঙ্গে আন্দোলনে চার শতাধিক আহত হওয়ার পর নৈতিকতা বা দায়বদ্ধতার জায়গা থেকে লেখক পদত্যাগ করেছেন।
এর আগে নেপালি কংগ্রেসের যুগ্ম মহাসচিব গগন থাপা ও বিশ্বপ্রকাশ শর্মা দলের কার্যনির্বাহী সভায় রমেশ লেখকের পদত্যাগ দাবি করেন। তবে দলের সভাপতি শের বাহাদুর দেউবা এ বিষয়ে নীরব থাকেন। গত বছর ১৫ জুলাই নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়া লেখক সভায় নিজের পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান এবং পরে মন্ত্রিসভার বৈঠকে গিয়ে তা কার্যকর করেন।
উল্লেখ্য, নেপালে সরকারের জবাবদিহিতা ও সুশাসনের সংস্কারের দাবিতে জেন জি প্রজন্মের নেতৃত্বে আন্দোলনের সূত্রপাত হয়। ধীরে ধীরে তা দেশের প্রধান প্রধান শহরে ছড়িয়ে পড়ে। সোমবার রাজধানীসহ একাধিক নগরকেন্দ্রে বিক্ষোভ সহিংস আকার ধারণ করলে পুলিশ গুলি চালায়। এতে ব্যাপক হতাহত হয় এবং সরকারকে ঘিরে তীব্র রাজনৈতিক চাপ সৃষ্টি হয়।