ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আসামে শক্তিশালী ভূমিকম্প

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ২০:০৯ অপরাহ্ন | দেখা হয়েছে ১০৭ বার


আসামে শক্তিশালী ভূমিকম্প

ভারতের আসামের উত্তরাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কেঁপেছে বাংলাদেশসহ আশপাশের কয়েকটি দেশ।

 

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১১ মিনিটে ঢাকা থেকে কয়েকশ কিলোমিটার দূরে আসামের রাজধানী গৌহাটির কাছে ভূমিকম্পটি আঘাত হানে।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের কর্মকর্তা রুবায়েত কবীর বাংলানিউজকে জানান, ঢাকা থেকে ৩৮০ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পটির উৎপস্থল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৮।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটি গৌহাটির ৮৩ কিলোমিটার উত্তর-উত্তর-পূর্বে আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল সমতলের ৩৫ কিলোমিটার গভীরে।

ইএমএসসির তথ্য মতে, এটির কারণে ভারত-বাংলাদেশের পাশাপাশি কেঁপেছে নেপাল, ভুটান, মিয়ানমার ও চীন।

সিলেট নগরের জিন্দাবাজার এলাকার ব্যবসায়ী সোহেল আহমদ বলেন, ঘটনার সময় অফিসে কর্মরত ছিলাম। হঠাৎ কম্পন শুরু হলে বসার চেয়ার সরে যাচ্ছিল। পরে বুঝতে দেরি হয়নি ভূমিকম্প হয়েছে।  

সরেজমিন দেখা গেছে, ভূমিকম্প চলাকালে সিলেটে হালকা বৃষ্টি হচ্ছিল। এর মধ্যেও কম্পন অনুভূত হওয়ায় লোকজন মার্কেট, শপিংমল ও বাসাবাড়ি থেকে বের হতে শুরু করেন।  

অনেকে ভূমিকম্পের অনুভূতি পাননি। ভূমিকম্পে ক্ষয়ক্ষতিরও কোনো খবর মিলেনি।


   আরও সংবাদ