ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১০৯ বার


রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

আবারও রাশিয়ার পূর্ব উপকূলে ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পের পরেই সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দেশটির কামচাটকা অঞ্চলের পূর্ব উপকূল কেঁপে ওঠে ভূমিকম্পে। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

যুক্তরাষ্ট্রের ভূতাত্তিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য নিশ্চিত করেছে।

ইউএসজিএস বলছে, কামচাতকা অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে ১২৮ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটির উৎপত্তি। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৮।  

মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, এই ভূমিকম্পের পরেই সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

দিন কয়েক আগেই ভূমিকম্প আঘাত হেনেছিল কামচাটকা এলাকায়। বৃহস্পতিবার রাতে যে ভূমিকম্প হয় তার উৎস ছিল কামচাটকার পেট্রোপাভলভস্ক থেকে প্রায় ১৩০ কিলোমিটার পূর্বে।


   আরও সংবাদ