ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

একই পরিবারের ২৫ জনকে হত্যা করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২৫ ১০:০১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৮৩ বার


একই পরিবারের ২৫ জনকে হত্যা করল ইসরায়েল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের ২৫ জন নিহত হয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, গাজা সিটির সাবরা এলাকায় গতকাল রোববার ভোরে একাধিক বাড়িতে বোমা হামলা চালালে এই হত্যাকাণ্ড ঘটে।

 

ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে চাপা পড়ে আছেন বলে স্থানীয়রা আশঙ্কা করছেন। ইতোমধ্যে অন্তত ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্বজনদের দাবি, ধ্বংসস্তূপে হয়তো ৫০ জন পর্যন্ত আটকা রয়েছেন। উদ্ধারকাজে এগোতে গেলে ইসরায়েলি ড্রোন থেকে গুলি ছোড়া হচ্ছে। , তবে উদ্ধারকর্মীরা খালি হাতে মাটি খুঁড়ে মরিয়া চেষ্টা চালাচ্ছেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, হতাহতদের ছোট গাড়িতে করে দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে।

একইদিন গাজা সিটির শাতি শরণার্থী শিবির, তাল আল-হাওয়া এলাকা ও নাসর জেলার লাভাল টাওয়ারেও ভয়াবহ বোমা হামলা চালায় ইসরায়েল। মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে জাতিসংঘের (ইউএনআরডব্লিউএ) একটি ক্লিনিকের পাশের এলাকায় হামলায় সাতজন নিহত হন, যাদের মধ্যে চারজন শিশু।

ওয়াফা বার্তা সংস্থা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, রোববার ভোর থেকে বিভিন্ন হামলায় অন্তত ৬৮ জন নিহত হয়েছেন। গত বছরের অক্টোবর থেকে যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত গাজায় অন্তত ৬৫ হাজার ২৮৩ জন নিহত এবং ১ লাখ ৬৬ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ক্ষুধা ও দুর্ভিক্ষে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে খাদ্যসংকটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪০ জনে, যাদের মধ্যে ১৪৭ জন শিশু।

গাজা সিটি নিয়ন্ত্রণে নিতে ইসরায়েলি বাহিনী একাধিক ডিভিশন নিয়ে স্থল ও বিমান অভিযান চালাচ্ছে। স্থানীয় কর্মকর্তাদের দাবি, এখনও প্রায় ৯ লাখ মানুষ শহরে আটকা রয়েছেন। আন্তর্জাতিক সমালোচনা সত্ত্বেও ইসরায়েলি বাহিনী লাখো মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করছে।

এদিকে সহিংসতা ও জোরপূর্বক নির্বাসন বন্ধের আহ্বান জানিয়েছেন পোপ লিও। তিনি বলেন, পবিত্র ভূমির ভবিষ্যৎ প্রতিশোধ ও দমননীতির ওপর দাঁড়াতে পারে না।


   আরও সংবাদ