ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৫ ১১:০৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৮৬ বার
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে মূল্যবান এই ধাতুটির দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমানো হয়েছে এক হাজার ৩৮ টাকা। ফলে এখন এক ভরি স্বর্ণে দাম কমে দাঁড়িয়েছে দুই লাখ সাত হাজার ৯৫৭ টাকা।
সোমবার (২৭ অক্টোবর) থেকে নতুন দর কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
রোববার (২৬ অক্টোবর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম কমানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ২০ অক্টোবর স্বর্ণের দাম বাড়ানো হয়। এতে অতীতের সব রেকর্ড ভেঙে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম হয় দুই লাখ ১৭ হাজার ৩৮২ টাকা।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৩৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ সাত হাজার ৯৫৭ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার তিন টাকা কমিয়ে এক লাখ ৯৮ হাজার ৯৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৮৫১ টাকা কমিয়ে নতুন দাম এক লাখ ৭০ হাজার ১৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭২৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪১ হাজার ৪৯৬ টাকা।
এর আগে গত ২৩ অক্টোবর সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৮ হাজার ৩৮২ টাকা কমিয়ে নতুন দাম ২ লাখ ০৮ হাজার ৩৮২ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৮ হাজার ০২ টাকা কমিয়ে এক লাখ ৯৯ হাজার ৫০১ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৬ হাজার ৮৫৯ টাকা কমিয়ে নতুন দাম এক লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৮৫৫ টাকা কমিয়ে এক লাখ ৪২ হাজার ২১৯ টাকা নির্ধারণ করা হয়।
তারআগে গত ২০ অক্টোবর সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৫০ টাকা বাড়িয়ে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৪ টাকা বাড়িয়ে ২ লাখ ৭ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৮৫২ টাকা বাড়িয়ে এক লাখ ৭৭ হাজার ৮৫৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭২৩ টাকা বাড়িয়ে এক লাখ ৪৮ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়।
গত ১৫ অক্টোবর ভালোমানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে নতুন দাম ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৪৯৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৬ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৯৬ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৭৭ হাজার ০১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৮৩১ টাকা বাড়িয়ে দাম ১ লাখ ৪৭ হাজার ৩৫১ টাকা নির্ধারণ করা হয়।
এদিকে স্বর্ণের দাম কমানোর হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম৷ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম পাঁচ হাজার ৪৭০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ২১৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম ৪ হাজার ৪৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৩৫৯ টাকা নির্ধারণ করা হয়।