স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৫ ১২:২৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৬৯ বার
ভারতীয় ক্রিকেটে নতুন বিস্ময়ের নাম বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়সেই একের পর এক টুর্নামেন্টে বিধ্বংসী ব্যাটিং করে নজর কাড়ছেন এই কিশোর ব্যাটার। আইপিএল, সৈয়দ মুশতাক আলি ট্রফি, যুব ওয়ানডে ও যুব টেস্টে সেঞ্চুরির পর এবার বিজয় হাজারে ট্রফিতেও শতক হাঁকিয়ে গড়েছেন বিশ্ব রেকর্ড।
বুধবার রাঁচিতে বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচে অরুণাচল প্রদেশের বিপক্ষে মাঠে নামে বিহার দল।
সেই ম্যাচেই ভয়ংকর রূপে দেখা যায় সূর্যবংশীকে। ২০১১ সালে জন্ম নেওয়া এই বাঁহাতি ওপেনার মাত্র ৩৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। থামেননি সেখানেই। ৫৯ বলে দেড়শ রান ছুঁয়ে শেষ পর্যন্ত ৮৪ বলে ১৯০ রান করে আউট হন তিনি।
এই ইনিংসের মাধ্যমে লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার বিশ্ব রেকর্ড গড়েছেন সূর্যবংশী। ১৪ বছর ২৭২ দিন বয়সে তিনি ভেঙে দেন পাকিস্তানের জহুর এলাহির পুরোনো রেকর্ড। জহুর ১৯৮৬ সালে ১৫ বছর ২০৯ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন।
সূর্যবংশীর এই বিধ্বংসী ইনিংসে ছিল ১৬টি চার ও ১৫টি ছক্কা।
শুরু থেকেই বোলারদের ওপর চড়াও হন তিনি। ২৫ বলে ফিফটি পূর্ণ করেন ৮ চার ও ২ ছক্কায়। পরের ৫০ রান করতে তার লাগে মাত্র ১১ বল। সব মিলিয়ে ৩৬ বলে শতক পূর্ণ হয় তার।
ভারতীয় ব্যাটারদের মধ্যে এটি দ্বিতীয় দ্রুততম লিস্ট ‘এ’ সেঞ্চুরি।
সব মিলিয়ে এটি চতুর্থ দ্রুততম। এই তালিকার শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার জেইক ফ্রেজার ম্যাকগার্ক, যিনি ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন।
একই গতিতে ব্যাট চালিয়ে ৫৯ বলে দেড়শ রান করেন সূর্যবংশী। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি দ্রুততম দেড়শ রানের বিশ্ব রেকর্ড। আগের রেকর্ডটি ছিল এবি ডি ভিলিয়ার্সের। ২০১৫ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি ৬৪ বলে দেড়শ করেছিলেন।
২৭তম ওভারে ক্যাচ আউট হয়ে যান সূর্যবংশী। ফলে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়ার সুযোগ হাতছাড়া হয় তার। এতে স্বস্তি পেতে পারেন নিউজিল্যান্ডের চ্যাড বোজ, যিনি ১০৩ বলে ডাবল সেঞ্চুরির রেকর্ডের মালিক।