ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

শিশুদের জন্য চাইলেন বাসযোগ্য বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ২৫ ডিসেম্বর, ২০২৫ ১৭:৫৩ অপরাহ্ন | দেখা হয়েছে ৮৩ বার


 শিশুদের জন্য চাইলেন বাসযোগ্য বাংলাদেশ

সারা বিশ্বের মতো বাংলাদেশেও আজ (বৃহস্পতিবার) যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হচ্ছে খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘বড়দিন’। 

তবে এই উৎসবের দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পূর্ণ ভিন্ন এক বার্তা নিয়ে হাজির হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। যিশুখ্রিষ্টের জন্মদিনে গতানুগতিক শুভেচ্ছার বদলে তিনি স্মরণ করেছেন দেশের সাম্প্রতিক নানা সহিংসতায় এতিম হওয়া শিশু ও নিগৃহীতদের।

সাকিব তার ফেসবুক স্ট্যাটাসে সম্প্রতি আততায়ীর হাতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি থেকে শুরু করে রাজনৈতিক ও অরাজনৈতিক বিভিন্ন ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের সন্তানদের প্রসঙ্গ তুলে ধরেন।

তিনি লিখেছেন, ‘রাজশাহীর পঙ্গু মাসুদের ছোট্ট শিশু, টাঙ্গাইলের মোমিনের ছোট্ট শিশু, সদ্য নৃশংস হত্যার শিকার দীপু দাশের ছোট্ট শিশু, গোপালগঞ্জের দীপ্ত সাহার ছোট্ট শিশু, ওসমান হাদির ছোট্ট শিশু—আরও কত শত শিশু আজ এতিম হয়ে গেছে!’

 

রাজনীতি ও ধর্মের জটিলতা না বোঝা এই শিশুদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাকিব। লক্ষ্মীপুরের শিশু আয়শা ও মাগুরার নির্যাতিত শিশু আছিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি প্রশ্ন তুলেছেন আমাদের দায়বদ্ধতা নিয়ে। সাকিব লিখেছেন, ‘শিশুদের জন্য, শিশুদের ভবিষ্যতের জন্য, মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাকার জন্য, সর্বোপরি শিশুর বাসযোগ্য বাংলাদেশ গড়বার জন্য আমরা কি ঠিক দায়িত্বশীল আচরণ করছি?’ 

শিশুদের জীবন যেন আগামীর জন্য দুর্বিষহ না হয়, সেই দায়িত্ব নেওয়ার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়ে সাকিব লিখেছেন, ‘ভালো থেকো, সুস্থ থেকো—আগামী গড়বার কারিগর, আমাদের আগামী প্রজন্ম। সবাইকে বড় দিনের শুভেচ্ছা।

 

এদিকে দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে বড়দিন পালিত হচ্ছে। গির্জাগুলোতে বিশেষ প্রার্থনা, বাড়িতে বাড়িতে কেক কাটা, ক্রিসমাস ট্রি সাজানো এবং আলোকসজ্জার মাধ্যমে দিনটি উদযাপন করছেন খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ। খ্রিষ্টধর্মীয় বিশ্বাস অনুযায়ী, সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালনার জন্য এই দিনে ফিলিস্তিনের বেথলেহেমে জন্ম নিয়েছিলেন যিশুখ্রিষ্ট।


   আরও সংবাদ