স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর, ২০২৫ ২১:১৪ অপরাহ্ন | দেখা হয়েছে ৮০ বার
বিগ ব্যাশ লিগে নিজের সেরা ম্যাচের দেখা পেলেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। হোবার্ট হারিকেন্সের হয়ে পার্থ স্কর্চার্সের বিপক্ষে তিন উইকেট শিকার করলেও রান খরচ কিছুটা বেশি হয়ে গেছে তার। আজ পার্থ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেন রিশাদ।
এর আগে টুর্নামেন্টে খেলা তিন ম্যাচে মোট তিনটি উইকেট ছিল রিশাদের।
মেলবোর্ন স্টার্সের বিপক্ষে ৩৩ রানে ২ উইকেট নেওয়াই ছিল তার আগের সেরা পারফরম্যান্স।
টস জিতে বোলিং নেওয়া হোবার্ট হারিকেন্সের অধিনায়ক ন্যাথান এলিস পঞ্চম ওভারে আক্রমণে আনেন রিশাদকে। প্রথম ওভারে কিছুটা খরুচে ছিলেন এই লেগ স্পিনার। ওভারে দুটি সিঙ্গেল আর একটি ছক্কা হজম করে দেন ৯ রান।
পরের ওভারে প্রথম বলেই এক রান দেওয়ার পর দ্বিতীয় বলে আসে উইকেট। অফ স্টাম্পের বাইরের বল উড়িয়ে মারতে গিয়ে আকাশে তুলে দেন বাঁহাতি ব্যাটার কুপার কনোলি। ডিপে সহজ ক্যাচ নেন ক্রিস জর্ডান। ওই ওভারে শেষ পর্যন্ত ১০ রান খরচ করেন রিশাদ।
ইনিংসের দশম ওভারে আবার বোলিংয়ে ফিরে দ্বিতীয় বলে নিজের দ্বিতীয় উইকেট নেন তিনি। লেংথ ডেলিভারিতে প্যাডল সুইপ খেলতে গিয়ে শর্ট ফাইন লেগে ধরা পড়েন অ্যারন হার্ডি। এই ওভারে মাত্র ৪ রান দিয়ে উইকেটটি নেন বাংলাদেশের এই স্পিনার।
নিজের শেষ ওভারটি করেন ইনিংসের ষোড়শ ওভারে। ওভারের শুরুতেই একটি ছক্কা হজম করলেও পরের বলেই লরি ইভান্সকে স্টাম্পড করে ফেরান রিশাদ।
সেই ওভারে মোট ১০ রান আসে।
রিশাদের বোলিংয়ে পার্থ স্কর্চার্স নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫০ রান তোলে।