স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২ জানুয়ারী, ২০২৬ ১১:৪৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৬৪ বার
ডেথ ওভার ও সুপার ওভারে দুর্দান্ত পারফর্ম করে রংপুরকে হারিয়ে রাজশাহীকে জয় এনে দিয়েছেন রিপন মন্ডল। ম্যাচ শেষে রিপনের বোলিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন মোহাম্মদ আশরাফুল।
তিনি জানান, শেষের দিকে কোন বোলারকে দিয়ে বল করানো হবে, এই সিদ্ধান্তটা খুবই গুরুত্বপূর্ণ ছিল।
আশরাফুল বলেন, নির্বাচকরা হয়তো দেখছেন, আমরা কাদের ওপর ভরসা করতে পারি।
শেষ কয়েকটা ম্যাচেই রিপন যেভাবে বল করেছে, সেটা সত্যিই প্রশংসার যোগ্য। সে ‘এ’ দলের হয়ে খেললেও চাপের মুহূর্তে খুব ভালোভাবে নিজেকে মেলে ধরেছে।
বিশেষ করে শেষ দুই ওভারের কথা আলাদা করে উল্লেখ করেন তিনি।
আশরাফুল বলেন, শেষ দুই ওভারে মাত্র ২০ রান দেওয়া সহজ কথা না।
ওই সময় নার্ভ ধরে রাখা সবচেয়ে কঠিন। রিপন সেখানে অসাধারণ নিয়ন্ত্রণ দেখিয়েছে।
বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেললেও রিপনের বোলিংয়ে যে পরিপক্বতা দেখা গেছে, সেটাকে ভবিষ্যতের জন্য ইতিবাচক দিক হিসেবেই দেখছেন আশরাফুল।
তিনি বলেন, এই ধরনের পারফরম্যান্স নিয়মিত হলে সামনে আরও বড় সুযোগ আসবেই।
সে সঠিক পথে আছে।
সাবেক জাতীয় ক্রিকেটার হান্নান সরকারও রিপনের প্রশংসা করে বলেন, গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্ব নিয়ে যেভাবে রিপন বল করছেন, তা নির্বাচকদের নতুনভাবে ভাবতে বাধ্য করবে।
হান্নান বলেন, রিপন যেহেতু আগে থেকেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেছে, সে অভিজ্ঞতাটা খুব ভালোভাবে কাজে লাগাচ্ছে। চাপের সময়ে সে যে ধরনের আত্মবিশ্বাস দেখাচ্ছে, সেটাই তার বড় শক্তি।
বিশেষ করে ম্যাচের শেষ ভাগে রিপনের বোলিংয়ের প্রশংসা করে তিনি বলেন, এমন পরিস্থিতিতে সফল হওয়া সহজ নয়।
হান্নানের ভাষায়, এই ধরনের পরিস্থিতিতে ভালো করলে স্বাভাবিকভাবেই তাকে ছোট করে দেখার সুযোগ নেই। সে নিজেই নিজের জন্য জায়গা তৈরি করছে।
বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলার অভিজ্ঞতা রিপনের মানসিক দৃঢ়তা বাড়িয়েছে বলেও মনে করেন হান্নান। তার মতে, নিয়মিত এমন পারফরম্যান্স থাকলে সামনে আরও বড় সুযোগ আসতে পারে।