আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩ জানুয়ারী, ২০২৬ ১০:৩১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫৮ বার
ইয়েমেনের হাদ্রামাউত প্রদেশে দক্ষিণের বিচ্ছিন্নতাবাদী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) লক্ষ্য করে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত সাত যোদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জনের বেশি।
শুক্রবার সকালে একাধিক হামলা চালানো হয় বলে এসটিসি ও স্থানীয় সূত্র জানিয়েছে।
এসটিসির কর্মকর্তারা জানান, হাদ্রামাউতের সাইউন শহরের বিমানবন্দর ও সামরিক ঘাঁটিসহ আল-খাশা ক্যাম্পে সাত দফা বিমান হামলা হয়।
গত মাসে হাদ্রামাউত ও ওমান সীমান্তবর্তী মাহরা প্রদেশের বিস্তীর্ণ এলাকা দখলের পর এটিই এসটিসির প্রথম বড় ধরনের হতাহতের ঘটনা।
এসটিসির এক সামরিক মুখপাত্র বলেন, সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনীর সঙ্গে তারা ‘নির্ণায়ক ও অস্তিত্বের লড়াইয়ে’ রয়েছে। এদিকে সৌদি সমর্থিত বাহিনী দাবি করেছে, হাদ্রামাউতের সামরিক ঘাঁটিগুলো ‘শান্তিপূর্ণভাবে’ নিজেদের নিয়ন্ত্রণে নিতেই এই অভিযান।
সাবা নেট সংবাদ সংস্থাকে উদ্ধৃত করে হাদ্রামাউতের গভর্নর এবং প্রদেশের সৌদি-সমর্থিত স্থানীয় বাহিনীর নেতা সালেম আল–খানবাশি বলেন, ‘এই অভিযান যুদ্ধের ঘোষণা নয়।
’
তিনি যোগ করেন, ‘এই অভিযান কোনো রাজনৈতিক বা সামাজিক গোষ্ঠীকে লক্ষ্য করে নয়-বরং শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সামরিক ঘাঁটিগুলোর হস্তান্তরই এর লক্ষ্য।’
অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানিয়েছে। আবুধাবি বলেছে, ইয়েমেন থেকে তাদের শেষ সেনাদল ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে এবং টেকসই শান্তির একমাত্র পথ সংলাপ ও আন্তর্জাতিকভাবে সমর্থিত রাজনৈতিক প্রক্রিয়া।
২০১৫ সালে হুথিদের বিরুদ্ধে গঠিত সৌদি জোটের অভ্যন্তরীণ এই সংঘাত উপসাগরীয় মিত্রদের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।