ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আইপিএল-এর সকল খেলার সম্প্রচার বন্ধের নির্দেশ

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ৫ জানুয়ারী, ২০২৬ ১৪:৩০ অপরাহ্ন | দেখা হয়েছে ৫৫ বার


আইপিএল-এর সকল খেলার সম্প্রচার বন্ধের নির্দেশ

বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সকল খেলার সম্প্রচার বন্ধ রাখতে নির্দেশনা দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

আজ সোমবার এক তথ্যবিবরণীতে এ নির্দশনার কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘ভারতীয় ক্রিকেট বোর্ড আয়োজিত ও আগামী ২৬ মার্চ থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) ক্রিকেট খেলায় বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।’  

এ অবস্থায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)-এর সকল খেলা এবং অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বাংলাদেশে বন্ধ রাখার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক পত্রে জানানো হয়েছে।


   আরও সংবাদ