ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

নোয়াখালীকে অনায়াসে হারাল সিলেট

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ৫ জানুয়ারী, ২০২৬ ১৬:৩১ অপরাহ্ন | দেখা হয়েছে ৫২ বার


নোয়াখালীকে অনায়াসে হারাল সিলেট

নাসুম আহমেদের বিধ্বংসী বোলিংয়ে নোয়াখালী এক্সপ্রেসকে একপ্রকার ম্যাচের বাইরে ছুড়ে ফেলে সিলেট টাইটান্স। বাঁহাতি স্পিনারের ক্যারিয়ারসেরা স্পেলে মাত্র ৬১ রানে গুটিয়ে যায় নোয়াখালী। জবাবে ছোট লক্ষ্য তাড়া করতে নেমে কিছুটা ধাক্কা খেলেও শেষ পর্যন্ত ৬ উইকেটের সহজ জয় তুলে নেয় স্বাগতিক সিলেট।

সৌম্য সরকারকে ফিরিয়ে উইকেটের শুরু করেন নাসুম।

এরপর একে একে হায়দার আলী, মেহেদী হাসান রানা, জহির খান ও বিলাল সামিকে ফেরান এই বাঁহাতি স্পিনার। নিজের শেষ ওভারে তিনটি উইকেট নিয়ে বোলিং ফিগার দাঁড় করান ৪ ওভারে ৭ রানে ৫ উইকেট। যার ফলে মাত্র ৬১ রানেই অলআউট হয় নোয়াখালী।

 

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে সবাইকে চমকে দেন নোয়াখালীর অধিনায়ক হায়দার।

দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও সৌম্য সরকার ভালো শুরুর ইঙ্গিত দিলেও চতুর্থ ওভারে সৌম্যর বিদায়ের পরই ধস নামে ইনিংসে। একই ওভারে রানআউট হয়ে ফেরেন মুনিম শাহরিয়ার। কিছুক্ষণ পর ১৬ বলে ১৮ রান করা সোহানও ফিরে গেলে বিপর্যয় আরও বাড়ে।

 

মাঝে একপ্রান্ত আগলে রাখার চেষ্টা করেন মাহিদুল ইসলাম অঙ্কন।

তিনিই শেষ ব্যাটার হিসেবে ফেরেন ২৫ রান করে। বিপিএলে নোয়াখালীর হয়ে প্রথম ম্যাচ খেলতে নামা মোহাম্মদ নবিও ব্যর্থ হন, করেন মাত্র ১০ বলে ১ রান। শেষ পর্যন্ত ব্যাটিং ব্যর্থতায় ৬১ রানেই থামে নোয়াখালীর ইনিংস।

 

সহজ লক্ষ্য তাড়ায় নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় সিলেট। চলতি বিপিএলে প্রথমবার ওপেনিংয়ে নেমে ব্যর্থ হন পারভেজ হোসেন ইমন।

বিলাল সামির অফস্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকা ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন তিনি, করেন ৫ বলে ১ রান।

 

এরপর আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন তৌফিক খান তুষার ও জাকির হাসান। পাওয়ার প্লের সুযোগ কাজে লাগিয়ে দ্রুত রান তুলতে থাকেন তৌফিক। তবে জহিরের বলে ছক্কা মারতে গিয়ে লং অনে হাসান মাহমুদের হাতে ক্যাচ দেন ১৮ বলে ৩২ রান করা এই ব্যাটার।

চারে নেমে ব্যর্থ হন আফিফ হোসেন ধ্রুব, করেন ৫ বলে ২ রান। একই ওভারে ২৩ বলে ২৪ রান করে আউট হন জাকিরও। শেষদিকে দ্রুত তিনটি উইকেট হারালেও জয় পেতে খুব বেশি কষ্ট করতে হয়নি সিলেটকে। মঈন আলী একটি সিঙ্গেল নিয়ে নিশ্চিত করেন ৬ উইকেটের জয়।

নোয়াখালীর হয়ে তিনটি উইকেট নেন জহির খান। তবে দিনের আলো কেড়ে নেন নাসুম আহমেদ। একাই ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেন পাঁচ উইকেট নিয়ে।


   আরও সংবাদ