স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ জানুয়ারী, ২০২৬ ১৬:৪৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৫ বার
এফএ কাপের তৃতীয় রাউন্ডের লড়াইয়ে দারুণ জয় পেয়েছে লেস্টার সিটি। শনিবার (১০ জানুয়ারি) প্রতিপক্ষের মাঠে শেল্টেনহাম টাউনকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছে ফক্সরা। দলের এই জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী।
দীর্ঘদিন পর নিজের প্রিয় পজিশন ‘ডিফেন্সিভ মিডফিল্ডে’ ফিরেই নিজের জাত চিনিয়েছেন হামজা।
মার্টি সিফুয়েন্তেসের দলের অধিনায়ক হিসেবে পুরো ৯০ মিনিট মাঠে থেকে মাঝমাঠ শাসন করেছেন তিনি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল লেস্টার। ২৩ মিনিটে জাম্বিয়ান ফরোয়ার্ড প্যাটসন ডাকার গোলে এগিয়ে যায় তারা। বিরতির ঠিক আগে স্টেফি মাভিডিডি ব্যবধান ২-০ করলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি লেস্টারের হাতে চলে আসে।
দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলেও লিড ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে হামজার দল।
পরিসংখ্যান বলছে, এদিন মাঠের সেরাদের একজন ছিলেন হামজা। সর্বোচ্চ ৯৫ বার বল স্পর্শ করার পাশাপাশি প্রতিপক্ষের বক্সে ১১ বার বল পাঠিয়েছেন তিনি। আক্রমণে সহায়তার পাশাপাশি রক্ষণেও ছিলেন দেয়াল হয়ে।
তিনটি সফল ট্যাকল, দুটি বল রিকভারি এবং একটি নিশ্চিত গোল বাঁচিয়ে দেওয়া ব্লক করে শেল্টেনহামের আক্রমণভাগকে হতাশ করেন তিনি। ম্যাচে সর্বোচ্চ তিনবার ফাউলের শিকার হওয়া এই ফুটবলার মাঝমাঠে বল কেড়ে নেওয়ার পাশাপাশি দুটি সফল ড্রিবলও উপহার দেন।
এফএ কাপের চতুর্থ রাউন্ডে লেস্টার সিটির প্রতিপক্ষ কে হচ্ছে, তা জানা যাবে আগামী সোমবার (১২ জানুয়ারি) ড্র অনুষ্ঠানের পর।