স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ জানুয়ারী, ২০২৬ ০৯:৩৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৩ বার
পরাজয়ের দীর্ঘ খরা কাটিয়ে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। টানা ছয় ম্যাচে হারের পর প্রথম জয়ের স্বাদ পাওয়া নবাগত দলটি এবার সেই ছন্দ ধরে রেখেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে। সিলেটে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে নোয়াখালীর জয় ব্যবধান ৪১ রান।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া নোয়াখালী এক্সপ্রেস নির্ধারিত ২০ ওভারে সংগ্রহ করে ৭ উইকেট হারিয়ে ১৮৪ রান।
জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ঢাকা ক্যাপিটালস ১৪৩ রানের মধ্যেই অলআউট হয়ে যায়।
নোয়াখালীর ইনিংসের শুরুটাই ছিল আক্রমণাত্মক। সৌম্য সরকার ও হাসান ইসাখিলের ওপেনিং জুটি ঢাকার বোলারদের শুরু থেকেই চাপে ফেলে। দুজনে মিলে প্রথম উইকেটেই যোগ করেন ১০১ রান।
সৌম্য সরকার ২৫ বলে ৪৮ রান করে বিদায় নিলেও ইনিংসের গতি ধরে রাখেন ইসাখিল।
মাঝের ওভারে দ্রুত কয়েকটি উইকেট হারালেও বড় ধস নামতে দেননি ইসাখিল। সাহাদাত হোসেন দীপু (৩) ও হাবিবুর রহমান সোহান (৪) দ্রুত ফিরলেও মোহাম্মদ নবীকে নিয়ে ৫৩ রানের কার্যকর জুটি গড়ে দলের স্কোর এগিয়ে নেন তিনি। নবী ১৩ বলে ১৭ রান করে আউট হন।
অধিনায়ক হায়দার আলী কোনো রান না করেই ফিরলে কিছুটা চাপ তৈরি হলেও তা সামাল দেন ইসাখিল।
সেঞ্চুরির খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত আক্ষেপ নিয়েই থামতে হয় হাসান ইসাখিলকে। ৬০ বল খেলে ৯২ রানের অসাধারণ ইনিংসে সাতটি চার ও পাঁচটি ছক্কা হাঁকান তিনি। শেষদিকে জাকের আলী ৮ রান করেন। হাসান মাহমুদ ও মেহেদী হাসান রানা অপরাজিত থাকেন যথাক্রমে ০ ও ৪ রানে।
ঢাকার হয়ে বল হাতে দুটি করে উইকেট শিকার করেন মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন।
১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা ক্যাপিটালস। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় কোনো জুটিই বড় হতে পারেনি। মাত্র তিনজন ব্যাটার বিশের ঘর পার করতে সক্ষম হন।
ঢাকার পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন মোহাম্মদ সাইফউদ্দিন। অধিনায়ক মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে আসে ৩৩ রান, আর শামীম হোসেন পাটোয়ারী করেন ২৯। বাকিদের ব্যর্থতায় নির্ধারিত ওভারের আগেই গুটিয়ে যায় ঢাকার ইনিংস।
নোয়াখালীর বোলিং আক্রমণে ছিলেন দারুণ ভারসাম্য। চারজন বোলারই দুটি করে উইকেট তুলে নিয়ে ঢাকার ব্যাটিং লাইনআপ ভেঙে দেন।
এই জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করল নোয়াখালী এক্সপ্রেস।